এবার মারা যাবেন সুলতান সুলেমান

0
452

খবর ৭১:জনপ্রিয় টিভি সিরিয়াল সুলতান সুলেমান শেষ হচ্ছে বৃহস্পতিবার। এদিন প্রচার হবে সিরিয়ালটির শেষ পর্ব। আর এই পর্বে মারা যাবেন অটোম্যান সাম্রাজ্যের রাজা সুলতান সুলেমান।

শেষ পর্বে অটোম্যান সাম্রাজ্যের এই সুলতানকে দেখা যাবে যুদ্ধের ময়দানে সৈন্যদের উদ্দেশ্যে  দীর্ঘ বক্তব্য দিচ্ছেন। আর এই সময়ে তিনি অসুস্থ হয়ে পড়বেন। পরে সেখানেই তিনি মৃত্যু বরণ করবেন। সুলতান সুলেমান তার দীর্ঘদিনের বন্ধু ও প্রধান সেনাপতি ইব্রাহিম পাশাকে স্মরণ করবেন।

ক্ষমতার টানাপড়েনে সাম্রাজ্যের নানা ষড়যন্ত্র, সন্তানদের হত্যা এবং দাসপ্রথার অন্তরালের কাহিনী নিয়ে নির্মিত এই মেগাসিরিয়াল বাংলা ভাষায় ডাবিং করে প্রচার করা হলে বেশ জনপ্রিয়তা পায়।

আগামীকাল শেষ পর্ব হলেও দর্শকদের চাহিদার পরিপ্রেক্ষিতে ২৫ নভেম্বর থেকে আবারও শেষ মৌসুমটি পুনঃপ্রচার হবে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত ১০টায় প্রচার হয় সুলতান সুলেমান।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here