চৌগাছার যুব উন্নয়ন অফিসের কর্মচারী মোস্তফা কামাল সড়ক দূর্ঘটনায় নিহত

0
415

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছা যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার আবু হেনা মোস্তফা কামাল (৪৮) সড়ক দূঘর্টনায় নিহত হয়েছেন। বুধবার সকালে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া শহরের সন্নিকটে এ দূঘর্টনা ঘটে। তিনি মাগুরা জেলার শালিখা উপজেলার টিপরুল গ্রামের বাসিন্দা এবং দুই সন্তানের জনক। চাকুরী করার সুবাদে সে চৌগাছায় বসবাস করতেন। চৌগাছা যুব উন্নয়ন অফিসের হিসাব রক্ষক হেলাল উদ্দিন জানান, বুধবার মোস্তফা কামাল ও তার স্ত্রী মটরসাইকেল যোগে খুলনা শহরে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। নওয়াপাড়া শহর পার হওয়ার পরই মধুমতি পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাদেরকে চাপা দেয়। এঘটনায় তিনি ও তার স্ত্রী মারাত্মক আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোস্তফা কামালের মৃত্যু হয়।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here