চুয়াডাঙ্গা হকপাড়ায় আসামি ধরতে গিয়ে পুলিশ পেলো তক্ষক

0
561

 

হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি : মাদক মামলার আসামি ধরতে গিয়ে আসামিকে না পেয়ে তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি তক্ষক। চুয়াডাঙ্গা জেলা শহরের হকপাড়ার সেলিম হোসেনের বাড়ি থেকে সদর থানার এসআই সুমন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে তক্ষকটি উদ্ধার করেন। সাপটি বনবিভাগের মাধ্যমে তা বি­জিবি ক্যাম্পের অদূরে বনবিভাগের কার্যালয়ের এক প্রান্তে অবমুক্ত করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের হকপাড়ার আইজুদ্দিনের ছেলে সে­লিম হোসেন মাদক মামলার আসামি। তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করার আদেশ রয়েছে। এ আদেশবলে গতকাল চুয়াডা­ঙ্গা সদর থানার এসআই সুমন সরকার সঙ্গীয় ফো­র্স নিয়ে সেলিমের বাড়িতে অভিযান চালান। আসামি সেলিমকে না পেলেও তার বাড়িতে খাঁচায় বন্দী করে রাখা একটি তক্ষক দেখে পুলিশ চমকে ওঠে। তক্ষক মূল্যবান বন্যপ্রাণী বলে অপপ্র­চার চালিয়ে এক শ্রেণির প্রতারকচক্র দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছে। ওই তক্ষকটিও প্রতারকচক্রের হাতে তু­লে দেয়ার জন্য ধরে রা­খা। পুলিশ বিষয়টি জানার সাথে সাথে তক্ষক উদ্ধার করে পুলিশের পদ­স্থ কর্তাকে অবহিত করে। পদস্থ কর্তার নির্­দেশনা মোতাবেক তক্ষকটি বনবিভাগের হাতে তুলে দেয়া হয়। বনবিভাগের চুয়াডাঙ্গায় কর্মরত দুজন প্রহরী নজরুল ইসলাম ও আবু সিদ্দিক ওই তক্ষকটি গ্রহণ করেন। গতকালই বিকেলে তা জাফ­রপুরস্থ কার্যালয়ে নি­য়ে অবমুক্ত করা হয়।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here