আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় বাফার গুদামে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার চৌধুরীর বিরুদ্ধে সার পরিবহনে অনিয়মের অভিযোগে ধর্মঘট পালন করছেন শ্রমিকরা।
জানা যায়, গুদাম কর্মকর্তা কতিপয় ডিলারের সঙ্গে যোগসাজসে গুদামে সার না এনে সরাসরি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন। এরই প্রতিবাদে ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। ফলে গুদাম চত্বরে অসংখ্য সার বোঝাই ট্রাক আটকে রয়েছে। গুদাম সূত্র জানায়, জেলায় বার্ষিক ইউরিয়া সারের চাহিদা ৫৮ হাজার মেট্রিক টন। নিয়ম অনুযায়ী, এ সার সিলেট, চট্টগ্রাম ও বাঘাবাড়িসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাকযোগে শহরের দক্ষিণ ধানঘড়া এলাকায় অবস্থিত বাফার সার গুদামে আনা হয়। এখানে স্থানীয় শ্রমিকদের মাধ্যমে ট্রাক থেকে সার নামিয়ে গুদামে মজুত রাখা হয়। পরে গুদাম থেকে তালিকাভুক্ত জেলার ১’শ ১১ জন ডিলার সার উত্তোলন করে থাকেন। কিন্তু গুদামের শ্রমিকদের অভিযোগ, এই গুদামে ট্রাক থেকে সার লোড আনলোড করে স্থানীয় প্রায় ৬০ জন শ্রমিক জীবিকা নির্বাহ করেন। কিন্তু গত ১ বছর ধরে গাইবান্ধা বাফার গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার চৌধুরী কতিপয় ডিলারের সঙ্গে যোগসাজস করে গুদামে সার না এনে সরাসরি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন। ফলে স্থানীয় শ্রমিকরা দৈনিক মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। এতে ট্রাক চালক শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন ভাড়া থেকে। এদিকে, সরাসরি ডিলারদের কাছে সার পাঠানোর প্রতিবাদে স্থানীয় শ্রমিকরা মঙ্গলবার ভোর থেকে ধর্মঘট শুরু করায় গাইবান্ধা সার গুদাম চত্বরে অন্ততঃ ১৫টি সার বোঝাই ট্রাক আটকে আছে। দূরের ট্রাক চালক-শ্রমিকরা দুর্ভোগ পোহান। স্থানীয় ট্রাক চালক শ্রমিকরাও ভাড়া থেকে বঞ্চিত হচ্ছেন বলে জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল করিম জানান।
খবর ৭১/ ই: