শেরপুর প্রতিনিধি :
স্বরাস্ট্র মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গারা আমদের নানা সমস্যার সৃষ্টি করছে, রোহিঙ্গাদের কারণে উখিয়া ও টেকনাফে সামাজিক অবস্থার বিপর্যয় ও পাহাড় ধ্বংস হচ্ছে। রোহিঙ্গাদের কেউ কেউ প্রলোভন দেখাতে পারে, সেটা যাতে না করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তিনি আরো বলেন, আমরা বার্মায় ১২ সদস্যের প্রতিনিধি দল গিয়েছিলাম। আমাদের সাথে একটা দশ দফা চুক্তি হয়েছে। সেই চুক্তিতে আমাদের একটা জয়েন্ট ওয়ারকিং গ্রুপ তৈরী হবে ৩০ নভেম্বরের মধ্যে, সেই যৌথ ওয়াকিং গ্রুপ সমস্ত সিদ্ধান্ত নেবে। আমাদের সেই জয়েন্ট ওয়ারকিং গ্রুপ বাংলাদেশ ও মায়ানমারের সম সংখ্যক সদস্য যারা থাকবে এবং তারাই সিদ্ধান্ত নেবে কিভাবে রোহিঙ্গারা তাদের মাতৃভূমিতে ফিরে যাবে। তিনি বলেন, বাংলাদেশ ও এদেশের মানুষকে নিরাপদ রাখাই হচ্ছে সরকারের লক্ষ্য। এজন্য সরকার নানাভাবে পুলিশ বাহিনীকে শক্তিশালী করার চেষ্টা করছে। তিনি আজ শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশ ফাঁড়ি ভিত্তি প্রস্তর স্থাপন, থানা ভবনসহ বিভিন্ন স্থাপনা উদ্ভোধনকালে এসব কথা বলেন।
এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সংসদ সদস্য প্রকৌশলী ফজলুর রহমান চান, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা প্রশাসক ড: মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গনিসহ স্থানীয় আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।
খবর ৭১/ ই: