উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্কচার্জ কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে কর্মবিরতি পালন চলছে। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছে কর্মচারীরা। প্রথম ধাপে কর্মবিরতি চলবে (৯ নভেম্বর) পর্যন্ত। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, জানা গেছে, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নড়াইল জেলা শাখার আয়োজনে সারাদেশের ন্যায় নড়াইল জেলায় গত ৫ নভেম্বর থেকে সকাল ১০টা থেকে তিন ঘন্টাব্যাপী অফিস চত্বরে কর্মবিরতি পালন করছে। দাবি-দাওয়া আদায় না হলে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আন্দোলন চলবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নড়াইল জেলা শাখার সভাপতি জাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক চৌধুরী শাহ আলম কাকন। এদিকে মঙ্গলবার কর্মবিরতি পালনকালে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- মুন্সী মনিরুজ্জামান, মো. লোকমান হোসেন, মো. জাফর আলী, সৈয়দ আজগর আলী, আবুল কালাম আজাদ, মো. শহীদুল ইসলাম, মো. ওমর আলীসহ অনেকে। সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত ওয়ার্কচার্জ কর্মচারীদের অনেকের চাকরি শেষে শূন্যহাতে বাড়ি ফিরতে হয়েছে। দেশের উন্নয়নে এসব কর্মচারীরা বিশেষ ভূমিকা রাখলেও তাদের চাকরি জাতীয়করণ না হওয়ায় পরিবার পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে হাবুডুবু খাচ্ছে। কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন।