গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ঘরে পাকা কবরে মৃত দেহ দাফনের চেষ্টা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোদাগাড়ী সদর তাজেন্দ্রপুর গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে কায়েস উদ্দীন (৬৮) সোমবার বিকেল ৪ টায় মৃতবরণ করেন। এরপর ছেলে মেয়েরা কায়েসের স্বয়ং কক্ষে পাকা দিয়ে কবর তৈরী করে পিতার মৃত দেহ রাখতে গেলে স্থানীয় লোকজন বাধা দেয়। এ সময় কায়েসের পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় লোকজনের বিরোধ দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার স্থানীয় লোকজনের সঙ্গে পরিবারের ইসলামী শরিয়ত মোতাবেক মঙ্গলবার সাড়ে ১২ টার দিকে জানাযা শেষে ঘরে পাকা কবরে কায়েস উদ্দীনের লাশ দাফন করা হয়। কায়েস উদ্দীনের ছেলে আক্কাশ আলী বলেন, তার পিতা ওসিয়ত করে যাওযায় তারা পাকা কবরে লাশ দাফন করেছিল। এই প্রসঙ্গে মহিশালবাড়ী মহিলা মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মিম ওবাইদুল্লাহ বলেন, ইসলামী শরিয়ত মোতাবেক পাকা কবরে লাশ দাফন করা যাবে না। এমন কি কবর পাকা করণ করা যাবে না। স্থানীয় লোকজন জানান, মৃত কায়েস উদ্দীণ মাজারে মাজারে ঘুরে বেড়াতেন এবং নিজে দরবেশ সেজে চলাফেরা করতেন। মসজিদে কখনও নামাজ পড়তে আসতেন না। মৃত কায়েস উদ্দীন রাজশাহী বাচ্চুর মোড় আব্দুর রশিদ ভান্ডারীর মুরিদ ছিলেন। বিভিন্ন এলাকার লোকজন জানতে পেরে পাকা কবর এক নজর দেখার জন্য সেখানে ভিড় জমাই।
খবর ৭১/ইঃ