নড়াইলে পুলিশের বিষেশ অভিযানে ৪৫ জন গ্রেফতার

0
440
Exif_JPEG_420

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে (রবিবার ৫ নভেম্বর) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পুলিশের অভিযানে গ্রেফতার ৪৫। এর মধ্যে নড়াইল সদর থানায় ২৩, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতি থানা মিলে ২২ জনকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, (রবিবার ৫ নভেম্বর) থেকে সোমবার সকাল পর্যন্ত সকাল পর্যন্ত জেলার চারটি থানা এলাকায় পুলিশ এই অভিযান চালায়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁনের নেতৃত্বে এস আই খায়রুল ইসলাম, এসআই জুলফিকার, এএসআই মামুন, এএসআই শাহিনসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, এই অভিযানে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত জিআর মামলার ২৩ জন, সিআর মামলার ১২ জন, সাজাপ্রাপ্ত চারজন, মাদক ব্যবসায়ী চারজন ও বিভিন্ন ধারায় আরও দু’জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের এই সাড়াশি অভিযান অব্যাহত থাকবে। নড়াইল সদর থানার পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে নড়াইল সদর থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে। অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান, এ সকল আসামিরা দীর্ঘদিন ধরে আইনের ধরাছোঁয়ার বাইরে ছিল। আমরা হঠাৎ করে অভিযান পরিচালনা করায় তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি এ প্রতিবেদকে নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here