ইবি প্রতিনিধি:
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় হিসেবে আনন্দ রালী করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ শনিবারু সকাল সাড়ে ১১ টায় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নের্তৃত্বে র্যালিটি অনুষদ ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষদ ভবনে এসে শেষে হয়।
দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি পাওয়ায় আনন্দ র্যালি বের করে ছাত্রলীগ।
এসময় র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রলীগের রিজভী আহমেদ পাপন, তৌকির মাহফুজ মাসুদ, আব্দুল্লাহ আল মামুন, শাকিল আহমেদ সুমন, তাসনিম-ই-তারিক আবির, মুন্সি জুবায়ের, নিশান, সাগর, মাসুদ রানা লিংকন সহ ২ শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী।
ইবি শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন,“কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশহিসেবে আমরা আনন্দ র্যালি করেছি ক্যাম্পাসে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে, দলীয় টেন্টে, এবং সব হলে দিনব্যাপী বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্প্রচার করা হচ্ছে।”
খবর ৭১/ই: