উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় মোট ১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৩ জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছে বলে নড়াইল সদর থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার (৩ নভেম্বর) রাত ১২টা থেকে শনিবার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁনের নেতৃত্বে এসআই মিহির, এএসআই মামুন, হাবিব, সেলিম, মনির, ইলিয়াস, রেজাউল, আজমল, শাহিন, এসকেন্দার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো নড়াইলের দিঘলিয়া গ্রামের মৃত তফছির মোল্যার ছেলে শওকত মোল্যা, উজিরপুর গ্রামের ইসমাইল বিশ্বাসের ছেলে মোঃ বাবর আলী, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত রমজান মোল্যার ছেলে মাসুদ মোল্যা, রামচন্দ্রপুর গ্রামের মৃত হাতেম শেখের ছেলে মোহাম্মদ শেখ, ভওয়াখালী গ্রামের দলিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, দুর্গাপুর গ্রামের বিএম জাকির হোসেনের ছেলে বিএম আশিকুল ইসলাম, একই গ্রামের নূর মোহাম্মদ শেখের ছেলে আবিদ শেখ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাকি আসামিদের নাম সংগ্রহ করা সম্ভব হয়নি। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান, এ সকল আসামিরা দীর্ঘদিন ধরে আইনের ধরাছোঁয়ার বাইরে ছিল। আমরা হঠাৎ করে বিশেষ অভিযান পরিচালনায় করায় তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি এ প্রতিবেদককে নিশ্চিত করেন।
খবর ৭১/ ই: