ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ তাঁতীলীগ নেতা আটক

0
520

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ এক তাঁতী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন রিপন নামের ওই নেতাকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। একই রাতে মাইজবাগ এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ এক তরুণকে আটক করে পুলিশ।
জানা যায়, পৌর সদরের কাকনহাটি গ্রামের গোলাম হোসেনের ছেলে তাঁতী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপনকে শুক্রবার রাতে ৩০ পিস ইয়াবা সহ আটক করে পুলিশ। গত কিছু দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ায় পুলিশের নজরদারিতে ছিলেন রিপন। শুক্রবার রাতে ঈশ্বরগঞ্জ থানার এসআই সজীব ঘোষের নেতৃত্বে একদল পুলিশ ৩০ পিস ইয়াবাসহ কাঁকনহাটি এলাকা থেকে তাকে আটক করে। এদিকে একই দিন মাইজবাগ ইউনিয়নের চরশংকর গ্রামের আবদুল মান্নানের ছেলে মাজহারুল ইসলাম (১৯) কে ১০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। গতকাল শনিবার আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের শেষে ময়মনসিংহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here