অাব্দুল অাওয়াল,মদন প্রতিনিধি: মা বাবার সাথে অভিমান করে গত ২১ অক্টোবর বাড়ি থেকে পালিয়ে যায় মামুন (২২)। বৃহস্পতিবার সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় তার বিয়ে করা হলো না।
মামুনের অভিমান ভাঙ্গার জন্য মা নাহারা আক্তার বুধবার মোবাইল ফোনে ছেলেকে বিয়ে ঠিক হয়েছে বলে জানায়। মামুন বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়ি আসার উদ্দেশ্যে বাসে ময়মনসিংহ পৌঁছে সিএনজিতে উঠলে ময়মনসিংহের চায়না মোড়ে বিপরীত গামী একটি ট্রাক সিএনজিকে চাপা দেয়। এতে চালকসহ ৫ জন আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মামুনের মৃত্যু হয়। সে মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ছত্রকোণা গ্রামের অবসর প্রাপ্ত বিডিআর সদস্য মোহনকাজীর ছেলে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী জানান,সড়ক দূর্ঘটনায় নিহত মামুনের লাশ শুক্রবার জুম্মাবাদ জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।