খবর৭১,জাবি প্রতিনিধি:তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহিদ রফিক জব্বার হলের এক ছাত্রলীগ নেতার রুম ভাংচুর করেছে একই সংগঠনের জুনিয়র কর্মীরা। জানা যায়, গত মঙ্গলবার রাতে ৪৫ তম ব্যাচের ছাত্রলীগ কর্মী সাকিব শিকদার (গনিত বিভাগ), তানজির আহমেদ মেহেদি (দর্শন বিভাগ) ও সাজ্জাদ শোয়েব (ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ) ২১৩ ও ২১৪ নম্বর রুম ভাংচুর করে। এতে জানালার কাচ, খাবার রাখার পাত্রসহ রুমে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এ সময় রুমে কেউ ছিলেননা। এদের মধ্যে সাকিব শিকদার ও তানজির আহমেদ মেহেদির নামে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ রুমের বাসিন্দা ও জাবি ছাত্রলীগের সহ-সম্পাদক আজিজুল হাকীম পাপপু বলেন, ৪৬ ব্যাচের এক জুনিয়রকে নিয়ে ঝামেলা হলে আমরা তা মিটানোর চেষ্টা করি। পরে ৪৫ ব্যাচের কয়েকজন কর্মী অতর্কিত রুমে এসে ভাংচুর চালিয়েছে। ভাংচুরের বিষয়টি জানার জন্য তানজির আহমেদ মেহেদি কে ফোন করলে তিনি ফোন রিসিভি করেননি । এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল বলেন, বিষয়টি আমরা মিটমাট করেছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আবারো ঘটলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
খবর৭১/জি: