রেদোয়ান জনি, মিরসরাই :
মিরসরাইয়ের দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ২৮ অক্টোবর (শনিবার) সম্পন্ন হয়েছে। কঠিন চীবর দানোৎসব উপলক্ষে সকাল ৯ টায় অষ্টপরিষ্কারসহ মহা সংঘদান, মঙ্গলাচরণ করেন দমদমা-নবাবপুর বৌদ্ধ বিহারের আবাসিক ভদন্ত জ্যোতিশ্রেষ্ঠ ভিক্ষু। প্রথম পর্বের অনুষ্ঠানের উদ্বোধন করেন দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের আবাসিক ভদন্ত নন্দপ্রিয় ভিক্ষু। প্রধান অতিথি হিসেবে ছিলেন রাউজান মধ্যম বিনাজুরী মিলনারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত বিনয়পাল মহাস্থবির। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম পাথরঘাটা বাংলাদেশ মহাবোধি বিহার কমপ্লেক্স ও আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত লোকানন্দ মহাস্থবির, রাউজান পূর্ব ইদিলপুর পূর্ণানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলারতœ মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন গহিরা বোধি বিহার অধ্যক্ষ ভদন্ত লোকাবংশ স্থবির। সদ্ধর্মদেশক সীতাকুন্ড পন্থিছিলা সার্বজনীন শ্মশান বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলজ্যোতি ভিক্ষু, বাড়বকুন্ড বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘকীর্তি ভিক্ষু, বাড়বকুন্ড বৌদ্ধ বিহারের আবাসিক ভদন্ত প্রিয়মিত্র ভিক্ষু।
দানোত্তম শুভ কঠিন চীবর দান উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পুষ্পেন্দু বড়–য়ার সার্বিক তত্বাবধানে ২য় পর্বের অনুষ্ঠানে মঙ্গলাচরণ করেন দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের আবাসিক ভদন্ত দেবানন্দ ভিক্ষু। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের উদ্বোধন করেন দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তি মহাস্থবির। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাস্থবির। প্রধান জ্ঞাতি ছিলেন চকরিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলানন্দ মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন রাউজান মধ্যম বিনাজুরী মিলনারাম বিহারের আবাসিক ভিক্ষু ড. বুদ্ধপাল স্থবির।
বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলী, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মশিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার শর্ম্মা। সদ্ধর্মদেশক ছিলেন রাউজান গহিরা কোতয়ালীঘোনা বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রিয়ানন্দ মহাস্থবির, রাউজান পশ্চিম গহিরা শান্তিময় বিহারের উপাধ্যক্ষ ভদন্ত আলোকাবংশ ভিক্ষু।
অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় চট্টগ্রাম বৌদ্ধ বিহার অধ্যক্ষ শাসনশোভন ড.জ্ঞানশ্রী মহাস্থবির, ধম্মাকায়া ফাউন্ডেশন এবং এম.এ.কে থাইল্যান্ডের বাংলাদেশ প্রতিনিধি ফরা মহিপাল স্থবির, বাংলাদেশ বৌদ্ধ বিহার সমিতি ঢাকা অঞ্চলের মহাসচিব বাবু স্বপন বড়–য়া চৌধুরী, একমুঠো বৌদ্ধ তরুন’র প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার পুলক কান্তি বড়–য়া। তৃতীয় পর্বে সন্ধ্যা সাড়ে ৬ টায় ফানুস উত্তোলন ও আতশবাজী প্রদর্শনী এবং সন্ধ্যা সাড়ে ৭ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
আমরা খুবই আনদিত যে আমাদের এই বিষয়টি জনমানুষের সামনে তুলে ধরেছেন।