জহিরুল ইসলাম মৃধা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মছলন্দুপর গ্রামে এক স্কুল ছাত্রীকে পিটিয়ে আহত করে বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের ফয়জুদ্দিনের সঙ্গে তাদের প্রতিবেশী বাবুল মিয়ার দীর্ঘ দিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। গত বুধবার তাদের দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে ফয়জুদ্দিনের ছেলে আসাব উদ্দিন, তাইজ উদ্দিন ও রায়হান মিয়া বাবুল মিয়ার স্ত্রীকে পিটিয়ে আহত করে। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা আবারো বাবুল মিয়ার মেয়ে ও মছলন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী মারিয়া আক্তারকে পিটিয়ে ও টেনে হেচরে মারাত্মকভাবে আহত করে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট চালায়। আহত ওই ছাত্রীকে মারাত্মক আহত অবস্থায় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
আহত মারিয়া আক্তারের বাবা বাবুল মিয়া বলেন, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর আমার মেয়েকে পিটিয়ে ও টেনে হেচরে আহত করে বাড়িঘর ভাংচুর করে। অপর দিকে আসাব উদ্দিনের সঙ্গে যোগাযোগ করে এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খবর৭১/এস: