এমন ফটোশুট আগে করেননি সানি লিওন

0
590

খবর ৭১:ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে সানি লিওন। তাঁর পোস্ট করা বেশ কয়েকটি ছবি নিয়েই এবারের আলোচনা।

সম্প্রতি একটি ফটোশুট করেছেন সানি। আর সেই ছবি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম পেজে। ছবিগুলি দেখে কেউ কেউ বলছেন, এমন ফটোশুট আগে করেননি সানি।
মাঝে মাঝে খোলামেলা ছবি পোস্ট করে থাকেন সানি। একাধিকবার তাঁকে বিকিনি ছবিতে দেখা গেছে। তবে এবারের ফটোশুটে যেন পাওয়া গেছে অন্য সানিকে। তাঁর লুকের পরিবর্তনও চোখে পড়েছে।

এর আগে ম্যাগাজিনের জন্য ফটোশুট করিয়েছিলেন সানি। তবে এবারের মতো নয়।

ছবিগুলি দেখেশুনে কেউ কেউ বলছেন, নিজের ইমেজ নিয়ে এখন সচেতন সানি।
কয়েকদিন আগে কনডমের বিজ্ঞাপন নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সানি। সেই বিজ্ঞাপন সরিয়েও নেওয়া হয়। প্রসঙ্গত, কয়েক দিন আগে এক কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন সানি।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here