এমজে এইচ জামিল, সিলেট প্রতিনিধি:
বেশ কিছুদিন বিরতির পর আবারো উত্তপ্ত হচ্ছে রাজপথ। এথেকে ব্যতিক্রম নয় সিলেটও। অনেকটা সময়ের নিরবতা ভেঙ্গে আবারো উত্তপ্ত হয়েছে সিলেটের রাজপথ। সোমবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপর একটি পুরনো মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি এবং একই দিন সন্ধ্যায় জামায়াতের আমীর-নায়েবে আমীর-সেক্রেটারী সহ ৯জন শীর্ষ নেতা গ্রেফতার হন। সাথে সাথে পরদিন মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসুচীর ডাক দেয় জামায়াত একই সাথে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় তারা। এদিকে মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দেয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। পাশাপাশি বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসুচী ঘোষনা করে বিএনপি। সব মিলিয়ে দেশের রাজনৈতিক পরিবেশ সরগরমের পাশাপাশি উত্তপ্ত হচ্ছে সিলেটের রাজপথ। ফলে বাড়ছে ভীতি ও গণগ্রেফতারের আশংকা।
জানা যায়, মঙ্গলবার সিলেটে বিক্ষোভ মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত। একই দিনে সিলেটে অন্তত ৫ টি স্থানে পৃথক বিক্ষোভ মিছিল বের করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। বুধবার সিলেটে বিক্ষোভ মিছিল বের করে সিলেট জেলা ও মহানগর বিএনপি। একই সাথে নগরীতে পৃথক মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল। আগামীকাল বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে নগরীর বিভিন্ন স্থানে পৃথক মিছিল করেছে মহানগর জামায়াত। এক বিবৃতিতে শান্তিপুর্ণভাবে হরতাল সফলের আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
খবর৭১/এস: