মোহাম্মদ রাশিদুল হাসান তামিম,নিউজ এডিটর,খবর ৭১:খবর ৭১ অনলাইন পত্রিকার এডিটর ড.কামরুল আহসান ও নিউজ এডিটর মোহাম্মদ রাশিদুল হাসান তামিম বিগত ১ অক্টোবর তারিখে কক্সবাজারের রোহিংগা ক্যাম্প ঘুরে দেখেন। এসময় খবর ৭১ পত্রিকার পক্ষ থেকে রোহিংগা শিশু,নারী ও বৃদ্ধদের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়।
রোহিংগাদের কোন দেশ নেই,ঠিকানা নেই,নেই কোন নাগরিক অধিকার। নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে এই জনগোষ্ঠী বাংলাদেশের সীমান্ত অঞ্চলে মানবেতর জীবন যাপন করছে। পৃথিবীতে এমন ঘটনা বিরল।
রোহিংগা জনগোষ্ঠী অতি দরিদ্র। বাঁশ ও পলিথিনে মুড়ানো কম উচ্চতার খুপরি ঘরে এরা বালুখালিতে অবস্থান করছে। পাহাড়ের পাদদেশে,খাঁজে,ঢালে, উপরে এরা খুপরি ঘর বেঁধে অবস্থান করছে। এদের চেহারা মলিন ও গায়ের পোশাক ময়লা। ভারী বরষণ হলে এরা ভেসে যাবে এবং হতাহতের ঘটনা ঘটবে।
এদের জন্য নিরাপদ পানি ও টয়লেটের ব্যবস্থা থাকলেও তা প্রয়োজনের তুলনার অপ্রতুল। চিকিৎসা ব্যবস্থা থাকলেও যথেষ্ঠ নয়।রোহিংগারা স্বাস্থ্য ঝুকিতে আছে।
দেশী বিদেশী সাহায্য তাদের জীবনমানকে আরেকটু এগিয়ে নিতে পারে।নিজেদের দেশে না ফেরা পর্যন্ত কাজের ব্যবস্থা করে দিয়ে এদের পুনরবাসন করা যেতে পারে।