ফারুক ইফতেখার সুমন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশরগঞ্জে প্রায় বিশ বছর পর আয়োজন করা হয় নৌকা বাইচের। ব্রহ্মপুত্র নদে
উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচরে বেলা ৪ টায় শুরু হয় ‘বঙ্গবন্ধু’ নৌকা বাইচ। ১৯৯৭ সালের পর বৃহস্পতিবার স্থানীয়রা এ নৌকা বাইচটির আয়োজন করে। ব্রহ্মপুত্র নদের উচাখিলা মরিচার চৌধুরি বাড়ি ঘাটে প্রায় এক কিলোমিটার এলাকায় এ নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। নৌকা বাইচ দেখতে আশপাশের উপজেলা সহ বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ আসেন। নদের দুই পাড়ে উৎসুক জনতা নৌকা বাইচ দেখতে ভীড় করে। এ সময় ‘হেইওয়রে হেইও’ ধ্বণিতে মুখরিত হয়ে উঠে চার দিক। নৌকা বাইচটিকে অংশ নেয় শেরপুরের নকলার হযরত শাহ জালাল (রা.) এর নামের নৌকা, রয়েল বেঙ্গল টাইগার, পঙ্খিরাজ, ময়মনসিংহ সদরের সবার দোয়া, আশার আলো, জামালপুরের ইসলামপুরের বাংলার বাঘ, ঘুর্ণিঝড়, ঈশ^রগঞ্জের আল্লাহর দান ও তরুণ সংঘ সমাজ কল্যাণ ক্লাবের একটি নৌকা অংশ নেয়।
নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম বিজয়ীকে একটি রেফ্রিজারেটক ও দ্বিতীয় বিজয়ীকে একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন দেওয়া হয় আয়োজকদের পক্ষে থেকে। এছাড়া ব্যক্তিগত ভাবে প্রত্যেক প্রতিযোগিকে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেন বঙ্গবন্ধু নৌকা বাইচ প্রতিযোগিতার প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। নৌকা বাইচ প্রতিযোগিতাটি উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা মফিদুল ইসলাম চৌধুরী নোমান। এ সময় উপস্থিত ছিলেন ঈশরগঞ্জ পৌর সভার মেয়র ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুস ছাত্তার, জেলা পরিষদের সদস্য একরাম হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভপতি সিরজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।
খবর ৭১/ এস: