আকতারুজ্জামান, গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৯ ওয়ার্ড সুলতানগঞ্জ্ মোড় হতে জাহানাবাদ রাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে গোদাগাড়ী পৌরসভা। বুধবার বেলা ১১ টা হতে গোদাগাড়ী পৌর প্রশাসন গোদাগাড়ী মডেল থানার সহযোগিতায় উচ্ছেন অভিযান চলে।এসময় উপস্থিত আছেন গোদাগাড়ী পৌর সচিব সারওয়ার জাহান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ ওবাইদুল্লাহ সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। কিন্ত নেভী মুনসুর রহমানের ছেলে গোলাপ অভিযোগ করে বলেন যে পৌরসভা আমাদের কে বাড়ীর জিনিস সরানোর জন্য কোন সময় দেইনি, তিনি আরও বলেন পৌরসভার কাছে আমরা একটু সময় চেয়েছিলাম তা তারা দেইনি পৌর প্রশাসন আমাদের বসতভিটার রেজিষ্টিকৃত বুঝিয়ে না দিয়ে বাড়ীর অংশ বিশেষ ভেঙ্গে ফেলে। এ ব্যাপারে গোদাগাড়ী পৌরসভা মেয়র মনিরুল ইসলাম বাবু বলেন ড্রেন করার জন্য বাড়ীর মালিকরাকে কয়েকবার নোটিশ দেওয়ার পর তারা নিজ ইচ্ছায় সরিয়ে না ফেলায়,পৌর প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে । পৌর প্রশাসনের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা মেয়র আরও বলেন সার্ভেয়ার দিয়ে মাপ করে যতটুকু প্রয়োজন ভেঙ্গে ফেলা হয়েছে।