এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো:
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট থেকেই যাত্রা শুরু করছে ক্রিকেটে দেশের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)’র পঞ্চম আসর। গতকাল সোমবার রাতে বিপিএলের এবারের আসরের চূড়ান্ত ভেন্যু ও ফিকশ্চার প্রকাশ করেছে আয়োজক কমিটি।
ফিকশ্চার অনুযায়ী- আগামী ৩ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বিপিএলের জমজমাট ৫ম আসর। উদ্বোধনী ম্যাচে নতুন নামে, নতুন আঙ্গিকে যাত্রা শুরু করা সিলেটের দল সিলেট সিক্সার্স মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের।
উদ্বোধনী ম্যাচ ছাড়াও সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে এবারের আসরের আরো ৭টি ম্যাচ। অত্যাধুনিক সুবিধা সম্পন্ন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলবে এবারের আসরে অংশ নেওয়া প্রত্যেকটি দলই।
উদ্বোধনের দিন শুক্রবার হওয়ায় প্রথম ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সোয়া সাতটায়। এ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে গতবারের রানার্সআপ রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স।
শুক্রবার ছাড়া প্রতিদিন খেলা শুরু হবে দুপুর দুইটায়। আর পরের খেলা ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।
৩ থেকে ৭ নভেম্বর পাঁচদিন খেলা হবে সিলেটে। তবে এর মধ্যে ৫ নভেম্বর বিরতি। ৪ নভেম্বর দ্বিতীয় দিন প্রথম ম্যাচটিও খেলবে সিলেট সিক্সার্স। প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর দ্বিতীয় দিন সন্ধ্যার ম্যাচটি খেলবে খুলনা টাইটান্স ও ঢাকা ডায়নামাইটস।
৬ নভেম্বর প্রথম ম্যাচের প্রতিদ্বন্ধী দল চিটাগাং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর দ্বিতীয় ম্যাচটি খেলবে সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস। ৭ নভেম্বর প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করবে রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস। আর সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচ খেলবে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্স।
৮ ও ৯ নভেম্বর বিরতি। তারপর ১০ নভেম্বর থেকে শুরু দ্বিতীয় পর্ব। ওই পর্বে খেলা হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকা পর্বে খেলা হবে ২১ নভেম্বর পর্যন্ত। ঢাকায় দ্বিতীয় পর্বের আয়ুস্কাল ১১ দিন হলেও মাঝে থাকবে তিনদিন বিরতি। এরপর ২২-২৩ নভেম্বর বিশ্রাম ও যাতায়াতের জন্য দু’দিন বিরতি। ২৪ নভেম্বর থেকে শুরু চট্টগ্রাম পর্ব। এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল। ১২ ডিসেম্বর সন্ধ্যায় শেরে বাংলায় ফাইনাল।
খবর৭১/জি: