‘মঙ্গল’ বাদ, নতুন নামে বর্ষবরণের শোভাযাত্রা

0
17

পহেলা বৈশাখের ‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার পালিত হবে বাংলা নববর্ষ।

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওই অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ।

আজহারুল ইসলাম বলেন, সকলকে সঙ্গে নিয়ে এবারের শোভাযাত্রা আনন্দময় হবে।

এর আগে, গত মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় নেবে।
এদিকে চারুকলায় ঘুরে দেখা যায়, বাঁশ-বেতের কারুকাজে তৈরি হচ্ছে এক দৈত্যাকৃতির ‘ফ্যাসিবাদী প্রতিকৃতি’, যার উচ্চতা হবে প্রায় ২০ ফুট। যেখানে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মুখাবয়বের দুপাশে থাকবে শিংয়ের মতো অবয়ব।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি এবারের শোভাযাত্রার প্রধান মোটিফ হিসেবে থাকছে। এ ছাড়া, লোকজ মোটিফের কাঠের বাঘ, শান্তির প্রতীক কবুতর, পালকি ও বিশালাকৃতির ইলিশ মাছও থাকছে শোভাযাত্রায়।

তাছাড়া, চব্বিশের জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে তৈরি করা হচ্ছে মীর মুগ্ধের আলোচিত ‘পানি লাগবে’-এর ১৫ ফুট উচ্চতার একটি পানির বোতল। এর ভেতরে থাকবে একাধিক খালি বোতল, যা শহীদদের প্রতীক হিসেবে উপস্থাপন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here