বাংলাদেশে চলতি ২০২৪-২৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আগের চেয়ে কিছুটা কমে তিন দশমিক নয় শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
তবে সংস্থাটি আশা করছে, আগামী অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াতে শুরু করবে। তখন প্রবৃদ্ধির হার তিন দশমিক নয় শতাংশ থেকে বেড়ে পাঁচ দশমিক এক শতাংশ হতে পারে বলে।
বুধবার (৯ এপ্রিল) এডিবির ঢাকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে, গত অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির ছিল চার দশমিক ২২ শতাংশ।
এবার রাজনৈতিক পালাবদল, প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি, শিল্পক্ষেত্রে অস্থিরতা ও উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রবৃদ্ধির গতি কমবে বলে ধারণা করছে এডিবি।
এছাড়া যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর হওয়ার ফলেও বাংলাদেশের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছে সংস্থাটি।
এদিকে, প্রবৃদ্ধি কমলেও চলতি অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি আগের বছরের চেয়ে সামান্য বেড়ে ১০ দশমিক দুই শতাংশ হতে পারে বলে জানিয়েছে এডিবি।
২০২৩-২৪ অর্থবছরে দেশটির গড় মূল্যস্ফীতি ছিল নয় দশমিক ৭৩ শতাংশ।
বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জেয়ং বলেন, বাহ্যিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি সহনশীল রয়েছে। কাঠামোগত সংস্কার বাস্তবায়নের মাধ্যমে এই সহনশীলতা আরও শক্তিশালী করা সম্ভব।
তিনি আরও বলেন, তৈরি পোশাকের ওপর নির্ভরতা কমিয়ে বেসরকারি খাতের উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, আর্থিক খাতের সুশাসন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করা যেতে পারে।