ফিফা র‍্যাংকিংয়ে দুই ধাপ এগোল বাংলাদেশ

0
19

এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছিল বাংলাদেশ। শিলংয়ে আয়োজিত সেই ম্যাচে গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও জয় পাননি হামজা চৌধুরী-মিতুল মারমারা।

তবে প্রতিপক্ষকে রুখে দেওয়ার জন্য মিলেছে যোগ্য পুরস্কার—ফিফা র‍্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি।

সর্বশেষ হালনাগাদে বাংলাদেশ ১৮৫তম স্থান থেকে উঠে এসেছে ১৮৩ নম্বরে। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর এটি বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান।

১৯৯৬ সালে বাংলাদেশের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ র‍্যাংকিং ছিল ১১০। আর ২০১৮ সালে ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে (১৯৭) নেমে গিয়েছিল দলটি। এবার ভারতের বিপক্ষে ড্রয়ের সুবাদে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ৫.৩৫, যা নিয়ে বর্তমান মোট পয়েন্ট দাঁড়িয়েছে ৯০৪.১৬।

অন্যদিকে, বাংলাদেশকে হারাতে ব্যর্থ হওয়ায় এক ধাপ পিছিয়েছে ভারত। ব্লু টাইগারদের বর্তমান অবস্থান ১২৭তম। এশিয়ার মধ্যে সবার ওপরে রয়েছে জাপান, ১৫তম স্থানে রয়েছে।

শীর্ষস্থান আরও শক্ত করলো আর্জেন্টিনা

সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ১৮.৯১ পয়েন্ট যোগ করেছে বিশ্বচ্যাম্পিয়নরা, ফলে তাদের মোট পয়েন্ট এখন ১৮৮৬.১৬।

অন্যদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নেমে গেছে ৫ নম্বরে, তাদের মোট পয়েন্ট ১৭৭৬.০৩।

স্পেন দুইয়ে, ফ্রান্স তিনে

এক ধাপ উন্নতি করে ফ্রান্সকে তিনে নামিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্পেন। শীর্ষ পাঁচের চারে রয়েছে ইংল্যান্ড।

বিশ্ব র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচ:

১. আর্জেন্টিনা – ১৮৮৬.১৬ পয়েন্ট

২. স্পেন – দ্বিতীয় স্থানে উন্নীত

৩. ফ্রান্স – এক ধাপ নিচে নেমে তিনে

৪. ইংল্যান্ড – চতুর্থ স্থানে

৫. ব্রাজিল – ১৭৭৬.০৩ পয়েন্ট নিয়ে পাঁচে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here