লন্ডনে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান

0
22

যুক্তরাজ্যের লন্ডনের কিংসটন এলাকার কিংসমেডাও স্টেডিয়ামে ঈদুল ফিতরের জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পশ্চিম লন্ডনের সর্ববৃহৎ খোলা মাঠের ঈদের নামাজে অংশ নিতে সকাল ৯টার কিছু সময় পরে মাঠে আসেন তিনি।

এই মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ১০টায়। এ সময় তার সঙ্গে বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে লন্ডনে অবস্থিত শতশত বাংলাদেশি ঈদের নামাজ আদায় করতে জড়ো হন এই মাঠে।

তারেক রহমানের পাশে ছিলেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ড. এজেডএম জাহিদ হোসেন এবং যুক্তরাজ্য বিএনপি সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন প্রমুখ। এ সময় বিএনপির বেশ কিছু নেতাকর্মী সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন।

আগের দিন থেকেই জানা গিয়েছিল, আবহাওয়া ভালো থাকলে তারেক রহমান এই খোলা মাঠে ঈদের নামাজে অংশ নেবেন। যদি আবহাওয়া খারাপ থাকতো, তাহলে তিনি কিংস্টন মসজিদে ঈদের নামাজ আদায় করতেন।

ঈদের নামাজের পর তারেক রহমান কুশল ও কোলাকুলি করেন লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আসা কমিউনিটি ব্যক্তিবর্গ ও বিএনপি নেতাদের সঙ্গে। এদিকে, প্রায় এক দশক পর মা খালেদা জিয়ার সঙ্গে ঈদ করার সুযোগ পেলেন তারেক রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here