চাঁদ দেখা গেছে, কাল ঈদ

0
19

বাংলাদেশের আকাশে ঈদুল ফিতর ও ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) দেশটিতে পালিত হবে পবিত্র ঈদ। সারা দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে উদযাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় অনুষ্ঠান। সেই হিসাবে এবার পবিত্র রমজান মাস শেষ হলো ২৯ দিনে।

শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদে দেখা কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৈঠকে কমিটির সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে শাওয়ালের চাঁদ দেখা গেছে। দেশগুলোতে আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ বাংলাদেশের কিছু গ্রামে ঈদুল ফিতর পালন করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here