ময়মনসিংহের গৌরীপুরে কাভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
রোববার (৩০ মার্চ) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার চরশ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ময়মনসিংহ যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার চরশ্রীরামপুর এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এসময় অটোরিকশার চারজন যাত্রী নিহত ও আরও দুই যাত্রী আহত হন।
নিহতরা হলেন- উপজেলা ভাংনামারী ইউনিয়নের দুর্বাচর গ্রামের ওবায়দুর রহমানের স্ত্রী কুলসুমা বেগম (৯৫), মোহাম্মদ মানিকের স্ত্রী মোছা. দিলরুবা, ময়মনসিংহ নগরীর নাটকঘরলেন মহল্লার সাইফুল ইসলামের দুই মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৭)।
আহত দুজন হলেন- মাহি (১৬) ও শ্যামলী (২০)। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পরপরই কাভার্ডভ্যান চালক পালিয়ে গেছেন। নিহত চারজনের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।