রাজপথে নামার হুঁশিয়ারি ফখরুলের

0
14

 

দেশ ও জনগণের স্বার্থে আঘাত এলে বিএনপি আবার মাঠে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি এখনো রাস্তায় নামেনি। জনগণের স্বার্থ বিঘ্ন হলে বিএনপি আবারও মাঠে নামবে। জনগণকে ভোট থেকে বঞ্চিত করতে নানা ষড়যন্ত্র হচ্ছে, বিএনপি তা হতে দেবে না।’

শনিবার (২৯ মার্চ) বাড্ডার বেরাইদে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে টার্গেট করা হচ্ছে। তাদের লক্ষ্য দেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে দেওয়া। এছাড়াও ভুল ব্যাখার মাধ্যমে দেশে বিভাজন সৃষ্টি করতে চায় ষড়যন্ত্রকারীরা।’

নির্বাচনের ব্যবস্থা করাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, অতি অল্প সময়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত। জনগণ নির্বাচিত সরকার চায়, যেখানে প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কারণ সমস্ত সংগ্রাম হয়েছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। তাই নির্বাচনের কথা বলছে বিএনপি। জনগণ অনির্দিষ্টকালের জন্য সংস্কার চায় না।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার আমলে বিএনপির ৯৯ ভাগ নেতাকর্মীকে কারাগারে যেতে হয়েছে। এবার আল্লাহর নির্দেশে শেখ হাসিনা গুম হয়েছে। শেখ হাসিনার পতনের পর নতুন সুযোগ তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here