বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, চাকরি একটি দাসপ্রথার মত, যেখানে মানবসত্তা সীমাবদ্ধ থাকে। তার মতে, মানুষ স্বাভাবিকভাবেই স্বাধীন এবং উদ্যোক্তা হওয়ার ক্ষমতা রাখে।
ড. ইউনূস এই বক্তব্যটি ২৯ মার্চ শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দেন। পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে। এই অনুষ্ঠানে তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন যে, চাকরি এবং দাসপ্রথা এক নয়, বরং সত্যিকার স্বাধীনতা উদ্যোক্তা হয়ে আসা সম্ভব।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণের পর তার সবচেয়ে বড় লক্ষ্য হলো দেশ থেকে দারিদ্র্য দূর করা। তবে তার মতে, সামনে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা রয়েছে, এবং সেগুলো কাটিয়ে উঠতে দেশের সব নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন। তিনি তরুণদের স্বাবলম্বী হওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, অর্থনৈতিক দমন ব্যবস্থার কারণে দেশের মানুষ গরিব।
ড. ইউনূস উল্লেখ করেন, “প্রত্যেক নাগরিকের অধিকার আছে ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে চাকরির বাজারে প্রবেশ করার, তবে চাকরি আসলে একটি ভুল ধারণা। চাকরি মানুষের সৃজনশীলতাকে নষ্ট করে দেয়।” তার মতে, উদ্যোক্তা হয়ে কাজ শুরু করা তরুণদের জন্য অনেক বেশি লাভজনক এবং স্বাধীনতা পূর্ণ।
এই ধরনের কথাবার্তা তরুণদের অনুপ্রাণিত করবে, যারা শ্রীমন্ত হয়ে নিজস্ব উদ্যোগ নিয়ে জীবনে সফল হতে চান। এখন সময় এসেছে দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করার।