তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা নেই

0
10

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবরসহ আটজনের বিরুদ্ধে আদালতে কোনো মামলা নেই। তাদের বিরুদ্ধে হত্যার মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় বিশেষ জজ আদালত-৩ বৃহস্পতিবার (২০ মার্চ) তাদের বেকসুর খালাস দিয়েছে।

এ বিষয়ে আদালতের রায় আসার পর বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন জানান, মামলার অভিযোগে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে কোনো প্রমাণ বা সাক্ষ্য উপস্থাপন করতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফলে, এই রায়ের মাধ্যমে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করার পথ সুগম হলো।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছিল, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার জন্য ২১ কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয়। এই অভিযোগে দুর্নীতি দমন কমিশন এক এগারোর সময়ে মামলা করে। তবে, আদালত মামলার অভিযোগকে অগ্রাহ্য করে আসামিদের বেকসুর খালাস ঘোষণা করেছে।

বিএনপির আইনজীবী আরও জানান, এর মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা নেই, যা তার দেশে ফিরে রাজনীতি করার জন্য আর কোনো বাধা সৃষ্টি করবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here