১০ মিনিটেই অন অ্যারাইভাল ভিসা পাবেন বিদেশিরা

0
30

বিদেশি নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সেবা সহজ করতে একটি অ্যাপ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশি নাগরিকদের জন্য এই ভিসার অ্যাপ উদ্বোধন করেন তিনি।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে আসার পর ১০ মিনিটের মধ্যেই বিদেশিদের অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমানে বিশ্বের ১৪টি দেশের নাগরিকেরা বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসার আওতায় রয়েছে। আগে অন অ্যারাইভাল ভিসা পেতে বিদেশি নাগরিকদের ৪০ মিনিট থেকে এক ঘণ্টা অপেক্ষা করতে হতো। বর্তমানে তারা মাত্র ১০ মিনিটেই অন অ্যারাইভাল ভিসা হাতে পাবেন।

অ্যাপ উদ্বোধন করে সুবিধা তুলে ধরে জাহাঙ্গীর আলম বলেন, “অনলাইনে ইনফরমেশন দেওয়ার পরে আমাদের এখানে কাগজপত্র ঠিক থাকলে একটা কোড আবেদনকারী পাবেন। এরপর বাংলাদেশে আসার পরে কোড দেখানোর পর ডলারে পেমেন্ট করলে ভিসা পেয়ে যাবেন। এই প্রক্রিয়া সারতে ব্যাংকিং চ্যানেলে যতটুকু সময় ততটুকুই লাগতে পারে।

এই পেমেন্ট কার্ড ও ক্যাশে দুটোতেই দেওয়া যাবে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, “যেসব দেশের সঙ্গে চুক্তি আছে, অন অ্যারাইভেল ভিসা তাদের জন্যই। আর যেসব দেশের সঙ্গে চুক্তি নাই, তাদের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে।”

পাসপোর্টের জন্য যে পুলিশি যাচাই ব্যবস্থা রয়েছে, তা তুলে দেওয়া যায় কি না তা বিবেচনা করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, “পাসপোর্ট যেন সহজ হয়, এজন্য পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া যায় কি না বা থাকলেও কত সহজ করা যায়- এ ব্যাপারে আমাদের চিন্তাভাবনা আছে। আমরা চেষ্টা করব পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনের যাতে দরকারই না হয়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here