‘এখন ধরিয়ে দেবো, কাল সকালে লাশ পাবে’:ইবি প্রক্টর

0
1155

ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ব্যবসারত ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান তার রুমে ডেকে ক্রসফায়ারের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঈদের ছুটি শেষে শনিবার সকাল দশটার টার দিকে প্রক্টর অফিসে ডেকে তাদের এ হুমকি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এ উর্দ্ধতন প্রশাসনিক কর্তার হুমকিতে আতঙ্কিত ক্যাম্পাসের ক্ষুদ্র ব্যবসায়ীরা। যার প্রভাবে বিশ্ববিদ্যালয় খুললেও এখনও কোথাও কোনো খাবার পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, গত ২৪ আগস্ট পবিত্র ঈদুল আযহার ছুটি শুরু হয়। বন্ধের দিন বেলা বারো টার দিকে পারিবারিক কলহের কারণে জিয়া হল মোড়ের এক হোটেল কর্মচারী (রাকিবের হোটেল) বিষ পান করে। আত্মহত্যার চেষ্টাকারী ওই কর্মচারীর নাম জাহিদ হোসেন। এসময় জাহিদ জিয়া হল মোড়ের সামনে মুমুর্ষূ অবস্থায় পড়ে থাকে। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা রোজদার আলী রুপম স্থানীয়দের সহায়তায় তাকে ভ্যানে করে ক্যাম্পাস পাশ্ববর্তী শেখপাড়া বাজারে পাঠায়। বর্তমানে সে সুস্থ আছে বলে জানা গেছে। এঘটনায় ওই দিন তাকে চিকিৎসা দিতে দেরি করার কারণে শনিবার জিয়ার মোড়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রক্টর অফিসে ডাকেন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। অফিসে ডেকে প্রক্টর সকলকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় তিনি ব্যবসায়ীদের উপর বারবার উত্তেজিত হয়ে ধমক দিতে থাকেন। এসময় চায়ের দোকানদার একদিলের দোকানের সামনে ওই কর্মচারী (জাহিদ) পড়েছিল বলায় তার দোকান সিলগালার হুকুম দেয় প্রক্টর। এক পর্যায়ে প্রক্টর তাদের উদ্দেশ্যে করে বলেন,“ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ডিবি দেখছো? এখনি কিন্তু ধরিয়ে দেবো। কাল সকালে লাশ পাবে।”

এ ব্যাপারে প্রক্টর ড. মাহবুবর রহমান বলেন, ‘গত ২৪ তারিখের একটি ঘটনায় তাদেরকে ডাকা হয়েছিলো। তারা তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে। তবে হুমকির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি অস্বীকার করে বলেন, ‘আমি এমন কিছু বলিনি। তারা আমার কথার ভুল ব্যাখ্যা করছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here