বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ছিল পৃথিবীর অন্যতম ভয়ংকর স্বৈরাচারী শাসক। অনেকেই বিশ্বাস করেছিল এই দানব স্বৈরাচার সরকারকে সরানো যাবে না। কিন্তু বাংলাদেশের ছাত্র,জনতা বুকের তাজা রক্ত দিয়ে এই স্বৈরাশাসককে বিদায় করেছে।
বুধবার ১৫ জানুয়ারি রাজধানী উত্তরায় দৈনিক আলোকিত সকালের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেসব সাংবাদিকরা সত্য কথা বলেছে,লিখেছে তারাও নির্যাতনের শিকার হয়েছে। জেল জুলুমের শিকার হয়েছে। বিরোধী দলের রাজনৈতিকরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে যার কারণে জেল জুলুমের শিকার হয়েছে। তেমনি সাংবাদিকরা সত্য লেখার কারণে নির্যাতনের শিকার হয়েছে।
তিনি বলেন, গত ১৬-১৭ বছর যে স্বৈরাচার দেশ শাসন করেছে। সে ছিল পৃথিবীর অন্যতম ভয়ংকর স্বৈরাচারী শাসক। অনেকেই বিশ্বাস করেছিল এই দানব স্বৈরাচার সরকারকে সরানো যাবে না। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা, বুকের তাজা রক্ত দিয়ে এই স্বৈরাশাসককে বিদায় করেছে। এই ছাত্র জনতার মধ্যে শিশুও শহীদ হয়েছে। অসংখ্য ছাত্র, শ্রমিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আমি সরকারকে আহবান করব যারা ছাত্র জনতার আন্দোলনে আহত হয়েছে তাদের বিষয়ে সিরিয়াস হবেন।
যারা স্বৈরাচারী পন্থায় গত ১৬-১৭ বছর শাসন করেছে। তারা এই দেশে লুটপাট করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে বলে মন্তব্য করেন ছাত্রদলের সাবেক এই সভাপতি।
তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, শেখ রেহেনা সহ তার নাতি নাতনিরা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিবাজ লুটেরা হিসেবে চিহ্নিত হয়েছে। তাই এই ফ্যাসিবাদ দুর্নীতিবাজ বাংলাদেশের যাতে আর না আসতে পারে এর জন্য শুধু রাজনৈতিক দলের উপর দায়িত্ব দিলেই হবে না। এদেশের সাধারণ জনগণ এবং যারা মিডিয়ার সাথে জড়িত আছে তাদেরকেও সজাগ থাকতে হবে।
সাবেক এই সংসদ সদস্য বলেন, সাংবাদিকরা সবচেয়ে বেশি পারে দুর্নীতি লুটপাটের খবর সামনে নিয়ে আসতে। যদিও তাদের ঝুঁকি বেশি তারপরও তাদের এই কাজগুলো করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পত্রিকাটির উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসান, সম্পাদক মোখলাসুর রহমান মাসুমসহ পত্রিকাটির স্টাফরা।