গুজব ছড়ানো গোষ্ঠীর সঙ্গে জড়িত শেখ রেহানার ছেলে-মেয়ে: দ্য টাইমস

0
10

বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিশাল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও। সম্পত্তি নিয়ে টিউলিপের বিরুদ্ধে তদন্তের দাবি ক্রমেই বাড়ছে। এসবের মধ্যেই নতুন অভিযোগ, রাজনৈতিক গুজব ছড়ানো থিংকট্যাঙ্কের সঙ্গে জড়িত তার ভাই রেদওয়ান মুজিব সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিক।
সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস।

সংবাদমাধ্যমটির দাবি, তাদের ছড়ানো গুজবের বেশির ভাগই নির্বাচন এবং আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপিকেন্দ্রিক।

গেল বছর ফেসবুকের স্বত্তাধিকারী প্রতিষ্ঠান মেটাও এমন একটি ভুয়া অ্যাকাউন্টের তথ্য জানিয়েছিল। বিনামূল্যে ফ্ল্যাট ইস্যু নিয়ে কদিন ধরেই চাপে আছেন টিউলিপ। এর মাঝেই সামনে এলো তার ভাই-বোনদের প্রোপাগান্ডা বিষয়ক থিংকট্যাঙ্কের সঙ্গে জড়িত থাকার বিষয়টি। ইতোমধ্যে জানা গেছে, টিউলিপের বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করতে যাচ্ছে ব্রিটিশ সরকার।

গত বছরের জুলাইয়ে সিটি মিনিস্টার হিসেবে নিয়োগ পান টিউলিপ সিদ্দিক। তার দায়িত্ব আর্থিক বাজারে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

এদিকে টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মোটেই বিচলিত নন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার। তার ভাষ্য অনুযায়ী, এখনও টিউল্পের ওপর আস্থা রয়েছে তার।

এ ব্যাপারে স্টারমারের অফিসিয়াল মুখপাত্র বলেছেন, টিউলিপের ওপর প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেছেন এবং নিশ্চিত করেছেন যে দুর্নীতিবিরোধী সমস্যাগুলো পরিচালনার দায়িত্ব তার (টিউলিপ সিদ্দিক) ওপরই ন্যস্ত থাকছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here