তাপমাত্রা বাড়ার পর ফের জেঁকে বসবে শীত, হতে পারে বৃষ্টিও

0
10

মাঝ পৌষে এসে সারাদেশে জেঁকে বসেছে শীত। রাস্তাঘাট থেকে শুরু করে চারপাশ ঢেকে আছে ঘনকুয়াশায়। এর মধ্যে কয়েক জেলায় বইছে শৈত্যপ্রবাহ। এমন পরিস্থিতিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে ৯ জানুয়ারি থেকে দেশজুড়ে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে সরকারি সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে। রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক এসব তথ্য জানান। তিনি জানান, দীর্ঘসময় কুয়াশা থাকায় শীতের অনুভূতি বেড়েছে। তবে আজ থেকে দিন ও রাতের তাপমাত্রা দু-এক ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে। ঘন কুয়াশায় কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

আগামী ৮ জানুয়ারি সিলেট ও ময়মনসিংহ বিভাগে শীতের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ।

আবুল কালাম মল্লিক বলেন, ৯ জানুয়ারি থেকে পুনরায় দিন ও রাতের তাপমাত্রা কমবে। এ সময় দেশজুড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হবে।

তাপমাত্রা নিয়ে তিনি বলেন, ‘আজকে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।’

এদিকে জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে শীত বাড়বে এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here