আ.লীগ বিদ্যুৎ খাতকে লুটপাটের একটি মেশিনে পরিণত করেছিল : টুকু

0
17

আওয়ামী লীগ বিদ্যুৎ খাতকে ব্যবসার খাত এবং লুটপাটের একটি মেশিনে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

টুকু বলেন, আওয়ামী লীগ ক্যাপাসিটি চার্জের নামে লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে এবং এই টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠরা। শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৫০০ মিলিয়ন ডলার এবং ক্যাপাসিটি চার্জের নামে ১ লাখ কোটি টাকা লুটপাট করেছে।

তিনি অভিযোগ করেন, এই দুর্নীতির সঙ্গে সামিটসহ ৫টি কোম্পানি জড়িত। তিনি সরকারের প্রতি দাবি জানান, তাদের উচিত এসব চুক্তি দ্রুত প্রকাশ করা।

এসময়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সকল চুক্তি পুনঃবিবেচনা করবে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎখাতকে অনিয়মের রাজ্যে পরিণত করেছিল। কিন্তু রাজনৈতিক তর্ক-বিতর্কে সেই দুর্বৃত্তায়ন ধামাচাপা পড়ে যাচ্ছে। ক্ষমতায় গেলে তাদের দুর্নীতির জন্য ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here