ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে অপপ্রচার চালিয়ে দেশটির জনগণকে ক্ষেপানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ তোলেন।
প্রেস সচিব বলেন, “অনেক মিডিয়া বিশেষ করে ভারতীয় ‘মিস ইনফরমেশন’ ছড়াচ্ছে। এক্ষেত্রে জাতীয় ঐক্যটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দায় চাপাবো ভারতীয় মিডিয়ার ওপর। তারা যাচাই না করে সংবাদ প্রচার করছে, যার প্রেক্ষিতে ভারতীয় জনগোষ্ঠী ক্ষেপে যাচ্ছে। ভারতীয় মিডিয়া আমাদের জাতিকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে।”
‘আমরা বিশ্বের নামকরা অনেক মিডিয়ার সাথে কথা বলেছি। কিন্তু ইন্ডিয়ান মিডিয়া আগে থেকে ঠিক করে রাখা প্রতিবেদন প্রচার করছে’, বলেন প্রেস সচিব।
তিনি আরও বলেন, ‘আগস্টের শেষে প্রফেসর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির কথা হয়েছিল। সে সময় প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীকে প্রতিনিধি পাঠিয়ে ভিজিট করানোর আহ্বান জানিয়েছিলেন। আমরা বারবারই আমাদের সাইড থেকে বিভিন্ন তথ্য দিচ্ছি। ওরা ওদের পছন্দনীয় সূত্র থেকে তথ্য নিচ্ছে। আমরা সব ক্ষেত্রেই খোলাখুলিভাবে সবকিছু জানাতে চাই। কিন্তু চোখ কান নাক বন্ধ করে থাকলেতো সত্যটা জানতে পারবে না। শুনেও না শোনার ভান করছে ভারত।’
তবে এসব গুজব ও মিথ্যা তথ্য কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী মোকাবিলা করা হচ্ছে বলেও জানান প্রেস সচিব।