সাকিবকে ছাড়াই দল ঘোষণা করল বাংলাদেশ

0
9

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এছাড়া ঘোষিত ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন লিটন দাসও।

আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজে অধিনায়ক থাকছেন নাজমুল হোসেন শান্ত। তার সহকারী হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ।

প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার নাহিদ রানা। দলে আছেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ওপেনিংয়ে যুক্ত হয়েছেন সৌম্য সরকার।

নিয়মিত মুখ হিসেবে আফগানদের বিপক্ষে খেলবেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও তাওহিদ হৃদয়। নেওয়া হয়েছে তানজিদ হাসান তামিম, জাকির হাসান ও জাকের আলী অনিককেও।

এদিকে, দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসিম আহমেদ। তার সঙ্গে স্পিন আক্রমণে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

সংযুক্ত আরব আমিরাতকে হোমভেন্যু বানিয়ে এই সিরিজ আয়োজন করবে আফগানিস্তান। আগামী ৬ নভেম্বর হবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ৯ ও ১১ নভেম্বর সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here