অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাথে এসেছেন স্ত্রী রাহাত আরা বেগম।শুক্রবার রাত ১০ টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের ফ্লাইটে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিবের একান্ত সহকারি ইউনুস আলী।তিনি বলেন, ‘‘ রাত ১০টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন স্যার এবং ভাবী।”দেড় মাস আগেই মেয়ের কাছে যান মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম। তাকে নিয়েই দেশে ফিরলেন বিএনপি মহাসচিব।গত ১০ অক্টোবর বড় মেয়ে ড. শামারুহ মির্জাকে দেখতে ক্যানভেরায় যান মির্জা ফখরুল। বড় মেয়ে অস্ট্রেলিয়ান সরকারের সেন্ট্রাল মেডিসিন রেগুলেটরি বোর্ডের আওতাধীন থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশনে (টিজিএ) সিনিয়র টক্সিকলজিস্ট হিসেবে তিনি কর্মরত আছেন। স্বামীসহ পরিবার নিয়ে ২০০৬ সাল থেকে তিনি সেখানেই থাকছেন।মির্জা ফখরুল দম্পত্তির দুই মেয়ে। ছোট মেয়ে সাফারুহ মির্জা ঢাকায় একটি ইংরেজি স্কুলে শিক্ষকতা করেন।