দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত চলছে সবাইকে সজাগ থাকতে হবে : শিমুল বিশ্বাস

0
32

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শাসমুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশের সকল ধরণের নৈরাজ্য ও অস্থিরতার বিরুদ্ধে লড়াই ছাত্রজনতা ৫ আগষ্ট সফলতা এনেছে। আজকে সেই সফলতা নসাৎ করতে চক্রান্ত চলছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এ বিষয়কে সবাইকে সজাগ থাকতে হবে। ডেঙ্গু সচেতনতায় প্রচার দলের ঘোষিত ধারাবাহিক ১০ দিনের কর্মসূচির ৬ষ্ঠ দিন বুধবার ফার্মগেট খামারবাড়ি মোড় থেকে থেকে শুরু করে তেজগাঁও কলেজ পর্যন্ত র‍্যালী, গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। শিমুল বিশ্বাস বলেন, ছাত্রজনতার আন্দোলনের ফসল এই সরকার। কিন্তু এই সরকারের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। তাই সুযোগসন্ধানীরা এ সরকারকে বেকায়দায় ফেলতে একের পর এক ছক আঁকছে। তাই দেশ ও জনগণের স্বার্থে যতদ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে রাজধানীতে ১০দিনব্যাপী ডেঙ্গু সচেতনতা মূলক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। জনগণের পাশে বিএনপি আগেও ছিলো, আগামীতেই থাকবে। জনগণের জানমালের নিরাপত্তার জন্য আমাদের সজাগ থাকতে হবে। যেকোনো কিছুর বিনিময়ে ছাত্রজনতার আত্মত্যাগের সফলতা আনতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here