ইউক্রেন এখন চলতি বছরের মধ্যেই রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে আগ্রহী। তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যাসিলি বোদনার বুধবার (৯ অক্টোবর) আংকারায় সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় একথা বলেছেন।
তিনি বলেন, চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আগের পরিকল্পিত যে আলোচনা স্থগিত করেছেন তা চলতি বছরের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে, এ ব্যাপারে এখনো কিয়েভের আগ্রহ রয়েছে। তবে সরাসরি শীর্ষ পর্যায়ের বৈঠক হবে না।
ইউক্রেনের এ কূটনীতিক বলেন, এ ধরনের বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে ইউক্রেনে একটি সত্যিকারের শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা করা। আমরা আশা করি চলতি বছর শেষ হওয়ার আগেই এমন সম্মেলন অনুষ্ঠিত হবে।
বোদনার আরো বলেন, আমরা এমনটি চাইছি না যে, আলোচনারয় শুধু ইউক্রেন এবং রাশিয়াই বসবে এবং রাশিয়ার দাবিগুলো ইউক্রেন শুনবে। বরং আমরা চাই ইউক্রেনের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ও বসবে এবং ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় তার একটা তালিকা তৈরি করবে।
এরপর সেই তালিকা নিয়ে রাশিয়ার সঙ্গে বসা হবে তাদের দাবিগুলো জানার জন্য এবং ওই তালিকা অনুযায়ী সেগুলো নিয়ে আলোচনা হবে। এই ধরনের বৈঠক সরাসরি দ্বিপক্ষীয় বৈঠক হবে না বরং তৃতীয় পক্ষের মাধ্যমে বৈঠক অনুষ্ঠিত হবে।