গত ২৬ জুলাই প্রথা ভেঙে প্যারিসের সিন নদীতে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানে পর্দা উঠেছিল এবারের অলিম্পিকের। তিন সপ্তাহের জমজমাট এক লড়াই শেষে অবশেষে পর্দা নামল প্যারিস অলিম্পিকের। স্টাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে অলিম্পিককে বিদায় বলল ফ্রান্স।
৩২ বিভাগে ১৮৪টি দেশের ১০ হাজারেরও বেশি অ্যাথলেট নিয়ে শুরু হয়েছিল প্যারিস অলিম্পিকের যাত্রা। উদ্বোধনী অনুষ্ঠানের আগে থেকেই চলছিল অনেক প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ড। ২৭ জুলাই থেকে একে একে নির্ধারিত হয় ৩২৯টি সোনার লড়াইয়ের। এই লড়াই চলেছে শেষ দিন পর্যন্ত।
প্যারিস অলিম্পিকে শেষ পর্যন্ত সমান সংখ্যক ৪০টি সোনা জিতেও মোট পদকে এগিয়ে থেকে শীর্ষে থেকেই অলিম্পিকের সেরা দল যুক্তরাষ্ট্র। ১২৬ পদক পেয়েছেন যুক্তরাষ্ট্র, চীনের পদক ৯১টি।
১৯৮৪ সাল থেকে অলিম্পিকে অংশ নিলেও কখনোই পদক জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। এবারের অলিম্পিকেও এর ব্যতিক্রম হলো না। বাংলাদেশের ৫ অ্যাথলেট মূল পর্বেই জায়গা করে নিতে পারেননি, বাদ পড়েছেন বাছাইপর্বেই।
অলিম্পিকের আগামী আসর বসবে ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।