সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত বিভিন্ন পোস্টকে গুজব বলছে পুলিশ সদর দফতর। এমন খবরে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।
রোববার (০৭ জুলাই) রাতে পুলিশ সদর দফতরের পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় বিষয়টি জানানো হয়।
পুলিশের মিডিয়া বিভাগে জানিয়েছে, শিশু নিখোঁজ সংক্রান্ত বিভিন্ন পোস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের নজরে এসেছে। ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত এ ধরনের পোস্ট নিছক গুজব। এ ধরনের গুজবে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে।
এতে আরও জানানো হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের গুজব রটনাকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ তৎপর রয়েছে। কেউ এ ধরনের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।