অবশেষে ঘোষিত হলো বাংলাদেশের টি২০ বিশ্বকাপের স্কোয়াড। চমক রেখেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১২টায় দল ঘোষণার কথা থাকলেও প্রায় এক ঘণ্টা পর ঘোষিত হয় বিশ্বকাপ দল। সেই দলে চমক বলতে তাসকিন আহমেদের থাকা।
জিম্ববুয়ের বিপক্ষে টি২০ সিরিজের চতুর্থ ম্যাচে চোটে পড়েন তাসকিন। পরে জানা যায়, বিশ্বকাপই অনিশ্চিত এই পেসারের। তবে তিনি তো বিশ্বকাপে যাচ্ছেনই, সঙ্গে দলের সহ-অধিনায়ক করা হয়েছে তাকে। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং তানজিম হাসান সাকিবের মধ্যে সাকিবকেই বেছে নিয়েছেন নির্বাচকরা।
এদিকে, রিজার্ভ হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পেসার হাসান মাহমুদ এবং আফিফ হোসেন। এ দুজন যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ টি২০ সিরিজের দলেও আছেন এবং খেলার সুযোগ পাবেন বলে জানিয়েছেন নির্বাচক প্যানেল।
বাংলাদেশ দল: তানজিদ হাসান তামিম, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।
রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন।