ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিসহ শতাধিক ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। জেলা প্রশাসন গঠিত কমিটি তদন্ত শেষে প্রতিবেদন জমা পড়েছে।
বৃহস্পতিবার তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আলী এ প্রতিবেদন জমা দেন। জেলা প্রশাসক বলেন, তদন্ত কমিটি উপজেলার ডুমাইন ইউনিয়নের শতাধিক ব্যক্তির বক্তব্য গ্রহণ করেন। তদন্ত কমিটির প্রতিবেদনে বেশকিছু বিষয় উঠে এসেছে। তবে এটি আদালতে বিচারাধীন থাকায় বেশিকিছু বলা সম্ভব হচ্ছে না বলেও জানান জেলা প্রশাসক। এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, মন্দিরে অগ্নিসংযোগের সাথে দুই ভাই সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় নি। মন্দিরে কে আগুন দিয়েছে তাও খুঁজে বের করা সম্ভব হয়নি। ১৮ এপ্রিল রাতে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে সহোদর নির্মাণ শ্রমিক আরশাদুল ও আশরাফুল খানকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। তাদের বিরুদ্ধে একটি মন্দিরের প্রতিমার কাপড়ে অগ্নিসংযোগের অভিযোগ তুলে হত্যা করা হয়।