পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের আদালত।
গতকাল অন্য মামলায় ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একদিন পর তেহরিক-ই-ইনসাফ নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আরও ১৪ বছরের কারাদন্ড দেওয়া হলো।
এছাড়া বর্তমানে দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ডাদেশের ভিত্তিতে জেল খাটছেন ইমরান খান।
২০২২ সালে পাকিস্তানের বিরোধী সংসদ সদস্যরা ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেন। এরপর থেকে নানা অভিযোগে মামলা হতে থাকে তার বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের দায়ে তার ১০ বছরের জেল হয়। আজ বুধবার দুর্নীতির আরেক মামলায় ১৪ বছরের জেল দেওয়া হলো সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রীকে।-বিবিসি