বগুড়ার ধুনট সদর ইউনিয়ন পরিষদের সদস্য যুবলীগ নেতা সুলতান মাহমুদকে প্রকাশ্যে পিটিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ধুনট বাজারের ফলপট্টি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত যুবলীগ নেতা সুলতান মাহমুদ পারধুনট গ্রামের সিরাজ প্রামানিকের ছেলে এবং তিনি ধুনট সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য। তিনি বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সুলতান মাহমুদ বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এক ব্যক্তি জরুরী কাজের কথা বলে আমাকে ফোন করে দেখা করতে বলে। পরে আমি ধুনট বাজারে ফলপট্টি এলাকায় পৌঁছালে ১০/১২ ব্যক্তি অতর্কিতভাবে হামলা চালিয়ে রাস্তার উপর প্রকাশ্যেই আমাকে পেটাতে থাকে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে ধুনট হাসপাতালে ভর্তি করে। তবে কেন তার ওপর হামলা চালানো হয়েছে এ বিষয়ে সুলতান মাহমুদ বলেন, রাজনৈতিক ও নির্বাচন সংক্রান্ত পূর্বের মতবিরোধের জের ধরেই তার উপর হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।