বাদ পড়লেন ১৫ হেভিওয়েট মন্ত্রী

0
78

রাষ্ট্রপতির সম্মতিতে নতুন সরকারের মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন ৩৬ জন। এর মধ্যে পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং ১১ জন প্রতিমন্ত্রী। এখানে নতুন অনেকে ডাক পেয়েছেন আর বাদ পড়েছেন পুরনো অনেক আলোচিত ও হেভিওয়েট মন্ত্রী।
আলোচিত মন্ত্রীদের মধ্যে বাদ পড়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নানসহ অনেকে।

বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তালিকা জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়োগ করেন এবং তাকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতির সম্মতি নিয়ে প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভা গঠন করেছেন।

পুরোনো মন্ত্রী বাদ পড়লেন যারা:
১। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক
২। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল
৩। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন
৪। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
৫। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী
৬। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
৭। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
৮। সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জমান আহমেদ
৯। পরিবেশমন্ত্রী শাহাব উদ্দীন
১০। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং
১১। ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী
১২। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন
১৩। বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ
১৪। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার
১৫। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে পেছনে ফেলে স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছেন ৬২ জন; যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা।

আর জাতীয় পার্টির আসন অর্ধেকের বেশি কমে নেমেছে ১১টিতে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here