বাংলাদেশের অগ্রগতি অভূতপূর্ব : ম্যাক্রোঁ

0
117

খবর ৭১: আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
তিনি বলেন, জলবায়ুর পরিবর্তন মোকাবিলা ও আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি অভূতপূর্ব।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ভারতে জি-২০ সম্মেলন শেষে গতকাল রাতে ঢাকায় আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট। রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধানমন্ত্রীর আয়োজন করা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেন তিনি। পরে ‘জলের গান’ ব্যান্ডের শিল্পী রাহুল আনন্দের স্টুডিও পরিদর্শন করেন ম্যাক্রোঁ।
সফরের দ্বিতীয় দিনের শুরুতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ফরাসি প্রেসিডেন্ট। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সেখান থেকে সকাল ১০টা ২০ মিনিটে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। ১০ মিনিট পর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। বৈঠকে একটি ঋণ চুক্তি ও একটি সম্মতিপত্র সই হয়।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলে ফরাসি প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here