তালা (সাতক্ষীরা) : তালায় বজ্রপাতের ঝুকি মোকাবেলাই ও গ্রামীন ঐতিহ্য রক্ষার্থে তাল বীজ রোপন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার শালিখা মোড় থেকে কেএসডি মাধ্যমিক বালিকা বিদ্যালয় অভিমুখে ২হাজার তালের বীজ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়।
খেশরা ব্লাড ফাউন্ডেশন আয়োজনে খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন কর্মসূচি উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন খেশরা ব্লাড ফাউন্ডেশন এর পরিচালক শেখ মেজবাহুর রহমান নাহিদ, সহ-পরিচালক রিয়াদ হোসেন, শেখ সাব্বির রহমান ও মো. শাহিন ইসলাম রনি, সুমন গোলদার, শেখ অলিপ শেখ রিয়াজুল ইসলাম প্রমূখ।
সাবেক চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন তাল গাছ ও তাল বীজ রোপণের উপকারিতা এবং পরিবেশ রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তালগাছের অবদানসহ এর বিভিন্ন গুণাগুণ তুলে ধরেন।